Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পটভূমি ও ইতিহাস

মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ


মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের কারিগরি শিক্ষাঙ্গনে একটি সুপরিচিত এবং সর্বজন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন। বিশ্বায়নের এই যুগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়তই আসছে। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশে সময়োপযোগী পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন চৌকস নাগরিক ও হাতে কলমে দক্ষতাসম্পন্ন  আলোকিত মানুষ গড়ে তুলতে ১৯৮৪ সালে শহীদ সরণী সড়ক, মানিকগঞ্জে অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।

প্রতিষ্ঠানটিতে শিক্ষকবৃন্দ অত্যন্ত দক্ষতাসম্পন্ন। প্রতিষ্ঠানটি প্রতি বছর নিজের দেশ পেরিয়ে বর্হি:বিশ্বে পড়ালেখা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এখানে রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব, ওয়ার্কসপ, সিসিটিভি নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং হাতে কলমে প্রশিক্ষণের পর্যাপ্ত সরজ্ঞামাদি। শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য রয়েছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা। এখানে প্রতি বিষয়ের জন্য সেই বিষয়ের অভিজ্ঞ শিক্ষক পাঠদান করেন। প্রতিষ্ঠানটিতে দুই শিফটে প্রায় ১৪০০ শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষকের সংখ্যা ৩০ জন।


পরিচালিত শিক্ষাক্রম:

১) প্রি ভোকেশনাল:- ষষ্ঠ, সপ্তম, অষ্টম শেণী।

২) এস এস সি (ভোকেশনাল) প্রোগ্রাম (নবম ও দশম) এখানে ৪টি বিভাগ রয়েছে।

        (১)  জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস

        (২) আইটি সাপোর্ট এ্যান্ড আইওটি বেসিক

        (৩)  রেফরিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং 

        (৪)  ওয়েল্ডিং এ্যান্ড ফেব্রিকেশন।


৩) এইচ এস সি (ভোকেশনাল) প্রোগ্রাম ( একাদশ ও দ্বাদশ ) এখানে ৪টি বিভাগ রয়েছে।

        (১)   জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস

        (২)  কস্পিউটার এ্যান্ড ইনফরমেশন টেকনোলজি

        (৩)  রেফরিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং 

        (৪)  ওয়েল্ডিং এ্যান্ড ফেব্রিকেশন।


৪) এইচ এস সি - বিএমটি প্রোগ্রাম ( একাদশ ও দ্বাদশ ) - এখানে তিনটি বিভাগ রয়েছে। 

        (১)  কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম 

        (২)  ই- বিজনেস

        (৩)  ফিন্যানসিয়াল প্রাকটিস

৫)  প্রতিষ্ঠানটিতে দুইটি স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম চালু রয়েছে।

       (১) সেইপ

       (২) এসেট